অবমুক্তির অপেক্ষায় সালেহিন সাজুর 'সুখের অভিনয়'
সম্প্রতি উত্তরার এক শুটিং হাউজে কবি ও গীতিকার সালেহিন সাজুর লেখা এবং সুমন হাফিজের সুর ও কণ্ঠে চিত্রায়ণ সম্পন্ন হলো 'সুখের অভিনয়' শিরোনামে নতুন এক গানের। গানটির অসাধারণ গল্পে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা তাহসিন প্রিন্স। নির্দেশনার পাশাপাশি 'সুখের অভিনয়' মিউজিক্যাল ফিল্মটির গল্প সাজিয়েছেন নির্মাতা নিজেই।