ঢাকা বুধবার, অক্টোবর ৪, ২০২৩

Popular bangla online news portal

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্প্রীতি বাংলাদেশের শ্রদ্ধা নিবেদন


নিউজ ডেস্ক
১৭:৩৪ - মঙ্গলবার, আগস্ট ১৫, ২০২৩
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্প্রীতি বাংলাদেশের শ্রদ্ধা নিবেদন

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সম্প্রীতি বাংলাদেশ। মঙ্গলবার (১৫ আগস্ট) সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় আহবায়ক কমিটির পক্ষ থেকে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, আহবায়ক কমিটির সদস্য তাপস হালদার, সাংবাদিক সিদ্দিকুর রহমান, ধীমান রায়, আবু তালেব, ফয়জুল বারী, তানভীর রহমান, সাদেক আহমেদ সৈকত, রাসেল আল দীন প্রমুখ ।

উল্লেখ্য একাত্তরের চেতনায় একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠায় সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রীয় আহবায়ক কমিটি এবং সারা দেশে সংগঠনটির বিশটিরও বেশি শাখা গত ছয় বছর যাবৎ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনটিরন নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় আগামী জাতীয় নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের শক্তির বিজয় নিশ্চিত করায় কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।