ঢাকা বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩

Popular bangla online news portal

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া


নিউজ ডেস্ক
১৭:২৮ - মঙ্গলবার, আগস্ট ১৫, ২০২৩
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৫আগস্ট) রাজধানীর একটি প্রাইভেট চেম্বারে অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া প্রায় ৩৫ জন রোগীকে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। 


সেবা গ্রহীতা এক রোগী বলেন, আজকে ডাক্তার স্যারের সেবায় আমরা মুগ্ধ। এমন একটি দিনে এই সেবা পেয়ে আমি অত্যন্ত খুশি। দোয়া থাকবে ডাক্তার স্যারের জন্য এবং সেই সাথে আমাদের জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করি।


এ বিষয়ে ডা. উত্তম কুমার বলেন, আজ জাতীয় শোক দিবস। এদিন জাতির পিতা স্বপরিবারে কিছু বিপথগামী সেনা কর্মকর্তা কতৃক নিহত হন। আজ জাতির পিতা ও তার পরিবারের রুহ এর মাগফিরাত এর জন্য কিছু করার তাগিদ থেকেই এই উদ্যোগ। 


উল্লেখ্য, ডা. উত্তম কুমার বড়ুয়া মেডিসিন বিভাগীয় প্রধান। এছাড়াও তিনি আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয়।