ঢাকা বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩

Popular bangla online news portal

অধিকাংশ স্থানেই হতে পারে বৃষ্টি, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস


নিউজ ডেস্ক
৯:০২ - শনিবার, আগস্ট ১২, ২০২৩
অধিকাংশ স্থানেই হতে পারে বৃষ্টি, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টার জন্য অধিদপ্তরের এক পূর্বাভাসে এ কথা জানানো হয়।




শনিবার (১২ আগস্ট) সকাল ৭টা থেকে ১টা পর্যন্ত ৬ ঘণ্টার এক পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ী ভাবে মেঘলা থাকতে পারে। হালকা থেকে ভারী ধরণের বৃষ্টি হতে পারে।



শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।




এতে বলা হয়েছে, উল্লেখিত সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবারের তুলনায় আজ সারা দেশে বৃষ্টি আরও কিছুটা বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকার বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৫ আগস্ট পর্যন্ত বৃষ্টি চলার সম্ভাবনা আছে। উত্তর ও মধ্যাঞ্চলের অনেক এলাকায় বৃষ্টি বাড়তে পারে।




আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।




অন্যদিকে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা বা তিন দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে।