নোয়াখালীতে টানা ১০ দিন জনসংযোগ ও মেধাবী শিক্ষার্থীদের জয় বাংলা মেধা বৃত্তি-২০২৩ প্রদান করা হয়েছে। জয় বাংলা জাতীয় স্লোগান পরিষদের সভাপতি সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহমেদ এ বৃত্তি প্রদান করেন।
জেলার সদর, সুবর্ণচর, সোনাইমুড়ী, বেগমগঞ্জ, চাটখিল উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় এ বৃত্তি দেন তিনি। এছাড়াও জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জেলার উন্নয়ন কাজ নিয়ে আলোচনা সভার আয়োজন করেন। সবশেষ জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনাম সেলিম, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ্ খান সোহেল ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এর সাথে জেলা নানা উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।
বশির আহমেদ বলেন, আমি নোয়াখালীর সন্তান। এ জেলার উন্নয়নে বদ্ধপরিকর। আমি সর্বদা চেষ্টা করি এ জেলার মানুষের কল্যাণে কাজ করতে তারই ধারাবাহিকতায় স্কুল, কলেজ, মাদ্রাসা ইত্যাদি নির্মাণ করেছি। জেলার রাস্তাঘাট উন্নয়নেও কাজ করেছি। ভবিষ্যতেও আমি এভাবে কাজ করে যেতে চাই।