মো. মামুন মিয়াকে সভাপতি ও মেহেদী হাসান কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট তেজগাঁও থানা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তেজগাঁও থানা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সংগঠনটির ঢাকা মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রিপন ও সাংগঠনিক সম্পাদক শেখ বাবুর সুপারিশে কেন্দ্রীয় কমিটির মহাসচিব একে এম শহীদ উল্ল্যার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেজগাঁও থানা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কমিটি করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আগামী ৩ মাসের জন্য অনুমোদন প্রদান করা হয়েছে।