ঢাকা বুধবার, অক্টোবর ৪, ২০২৩

Popular bangla online news portal

ভূমিকম্প এড়িয়ে আগুনে মৃত্যু, পুড়ে অঙ্গার সিরিয় সেই পরিবার


নিউজ ডেস্ক
১৫:২০ - শনিবার, ফেব্রুয়ারী ১৮, ২০২৩
ভূমিকম্প এড়িয়ে আগুনে মৃত্যু, পুড়ে অঙ্গার  সিরিয় সেই পরিবার

ভয়াবহ ভূমিকম্পের কবল থেকে রক্ষা পেলেও নিস্তার মিললো না আগুনের হাত থেকে।  এদের মধ্যে পাঁচজনই শিশু। তাদের বয়স মাত্র চার থেকে ১৩ বছরের মধ্যে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

জীবন্ত পুড়ে কয়লা হয়েছে একটি সিরীয় শরণার্থী পরিবারের সাত সদস্য।

কোনিয়ার চিফ পাবলিক প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ওই অঞ্চলের একটি একতলা বাড়িতে আগুন লাগে। সেখানে মোট ১৪ জন বসবাস করতেন। এতে সাতজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।