ঢাকা শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

Popular bangla online news portal

রাজধানীতে গণপরিবহন কম, বন্ধ দূরপাল্লার বাস


নিউজ ডেস্ক
৩:৫১ - শনিবার, ডিসেম্বর ১০, ২০২২
রাজধানীতে গণপরিবহন কম, বন্ধ দূরপাল্লার বাস

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকাতে গণপরিবহন চলাচল একেবারেই কমে গেছে। আবার কোনো কোনো রুটে বন্ধ হয়ে গেছে বাস। এতে করে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অফিসমুখী মানুষ বা বিভিন্ন কাজে বের হওয়া মানুষকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এছাড়া কিছু সিএনজি চলাচল করলেও তাতে হাঁকা হচ্ছে দুই থেকে তিন গুণ বেশি ভাড়া। বাস না পেয়ে কাউকে কাউকে পিকআপ ভ্যানে করেও গন্তব্যে যেতে দেখা গেছে।

এদিকে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। ঢাকা থেকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না, আবার ঢাকায় প্রবেশও করছে না।

শনিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের ভোগান্তি দেখা যায়।