ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩

Popular bangla online news portal

হৃদরোগে কুবি শিক্ষার্থীর মৃত্যু


নিউজ ডেস্ক
১৬:২১ - বুধবার, নভেম্বর ৩০, ২০২২
হৃদরোগে কুবি শিক্ষার্থীর মৃত্যু

কুবি প্রতিনিধিঃঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নাজমুল সবুজ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টায় ঢাকার মতিঝিলে বোনের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

নাজমুল সবুজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক খোলা কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। 

পরিবারসূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর হৃদযন্ত্রের চিকিৎসার জন্য ভারতে নয়া দিল্লিতে যান তিনি। চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা এসে পৌঁছান। এরপর রাত সাড়ে ১১ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

ময়নামতির নিজ বাড়ি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে জানাজা শেষে গ্রামের বাড়ি বরুড়ার ছোটতুলাগাওয়ে তাকে সমাহিত করা হয়। 

সবুজের মৃত্যুতে শোক জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড এ এফএম আবদুল মঈনসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।