ঢাকা রবিবার, মার্চ ২৬, ২০২৩

Popular bangla online news portal

নিজেকে বুলেটপ্রুফ বললেন রোনালদো


নিউজ ডেস্ক
৫:১৪ - মঙ্গলবার, নভেম্বর ২২, ২০২২
নিজেকে বুলেটপ্রুফ বললেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কাতারে পা রাখার দিন কয়েক আগে নিজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে বিস্ফোরক এক মন্তব্য করেছিলেন ক্রিশ্চিয়ানো  রোনানদো। জানিয়েছিলেন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ইউনাইটেড দল। বর্তমানে রোনালদো অবস্থান করছেন কাতারে। আর সেখানেই গতকাল সেমবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন আবারো বিতর্কিত সেই সাক্ষাৎকারের প্রসঙ্গ এলে পুর্তগিজ এই তারকা জানালেন, আমার যখন মন চায়, তখন কথা বলি। আমি বুলেটপ্রুফ। 

এ সময় রোনালদো বলেন, 'আমার জীবনে সময় জ্ঞানের মতো নিখুঁত আর কিছু নেই। কে কী ভাবল, তা নিয়ে আমি মাথা ঘামাই না। আমার যখন মন চায়, তখন কথা বলি। আমি বুলেটপ্রুফ। দলের সবাই আমাকে অনেক দিন থেকে চেনে। সবাই জানে আমি কী রকম মানুষ। আমি কী বিশ্বাস করি।'

বিতর্কিত সেই সাক্ষাৎকারের প্রভাব পর্তুগাল দলের ড্রেসিংরুমে পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে রোনালদোর জবাব, 'এই দলের সবার লক্ষ্য খুব উঁচুতে। সবার মধ্যে সাফল্যের খিদেটা খুব বেশি। তাই নিশ্চিত, আমাদের ফুটবলারদের মনঃসংযোগ আর লক্ষ্য কিছুতেই ধাক্কা খাবে না। ওর সঙ্গে জড়িত সব কিছু নিয়েই বিতর্ক আর সমালোচনা হবে।'

কাতারে আসার আগে পেটের সমস্যায় প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি রোনালদো। বর্তমানে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে এই তারকা ফুটবলার বলেন, 'আমি পুরোপুরি সুস্থ। ঠিক হয়ে গিয়েছি। ট্রেনিংও চলছে। আশা করছি, সেরা ছন্দেই বিশ্বকাপে নামতে পারব। আমি রেকর্ড তাড়া করি না। রেকর্ড এসে যায়।' এছাড়া নিজের দলকে নিয়ে রোনালদোর মন্তব্য, 'আমার মনে হয়, এই পর্তুগাল দলটার দক্ষতা দারুণ। আমরা অবশ্যই কাপ জিততে পারি। কিন্তু আমাদের এখন প্রথম ম্যাচ নিয়েই মনঃসংযোগ করতে হবে। ঘানার বিরুদ্ধে জিততে হবে।'