ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩

Popular bangla online news portal

নাটোরে পাঁচটি বোমা বিস্ফোরণ


নিউজ ডেস্ক
৪:৫১ - মঙ্গলবার, নভেম্বর ২২, ২০২২
নাটোরে পাঁচটি বোমা বিস্ফোরণ

নাটোরের ডাঙ্গাপাড়া বাজার এলাকায় পাঁচটি শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওহাব মন্ডল নামে বিএনপির এক কর্মীকে আটক করেছে। 

সোমবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আটটি শক্তিশালী বোমা উদ্ধার করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ ঢাকা পোস্টকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে ৯৯৯ নম্বরে ফোন করে জানানো হয় ডাঙ্গাপাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ওই এলাকায় গিয়ে রাজ্জাকের নির্মাণাধীন চায়ের দোকান থেকে আটটি শক্তিশালী বোমা উদ্ধার করে। এর আগে পাঁচটি বোমার বিস্ফোরণ হয় বলে জানায় স্থানীয়রা। এ ঘটনায় বিএনপি কর্মী ওহাব মণ্ডলকে জড়িত থাকার সন্দেহে আটক করে পুলিশ।