ঢাকা মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

Popular bangla online news portal

চীনে কারখানায় আগুন


নিউজ ডেস্ক
৪:৪৫ - মঙ্গলবার, নভেম্বর ২২, ২০২২
চীনে কারখানায় আগুন

চীনের হেনান প্রদেশের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন ২ জন।

স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার বিকেল ৪টা ২২ মিনিট নাগাদ আয়াং শহরের একটি কারখানায় আগুন লাগে। যা নিয়ন্ত্রণে আসে রাত ৮টায়। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি। 

২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭৮ জনের মৃত্যু হয়। এ সময় আশপাশের কয়েক কিলোমিটার এলাকার ঘরবাড়ি ধ্বংস হয়।

এছাড়া ২০১৫ সালে উত্তরাঞ্চলীয় তিয়ানজিনে একটি রাসায়নিক ওয়ারহাউজে বিস্ফোরণে ১৬৫ জনের মৃত্যু হয়, যা চীনের শিল্প দুর্ঘটনার ইতিহাসে অন্যতম।চীনে কারখানায় আগুন, নিহত ৩৬ Dhaka Post Desk আন্তর্জাতিক ডেস্ক ২২ নভেম্বর ২০২২, ০৭:৪৬ এএম