ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩

Popular bangla online news portal

সৌদির সঙ্গে লড়াইয়ে কখনও হারের মুখ দেখেনি আর্জেন্টিনা


নিউজ ডেস্ক
৪:৩৩ - মঙ্গলবার, নভেম্বর ২২, ২০২২
সৌদির সঙ্গে লড়াইয়ে কখনও হারের মুখ দেখেনি আর্জেন্টিনা

শুরু হয়ে গিয়েছে ২০২২ কাতার বিশ্বকাপ আসরের দামামা। আর এবারের আসরের অন্যতম হট ফেবারিট দল আর্জেন্টিনা। অবশ্য বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার মাঠে নামতে যাচ্ছে লিওনেল মেসির দল, প্রতিপক্ষ সৌদি আরব। দোহার লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি মাঠে গড়াবে। পরিসংখ্যান দেখলে জানা যায়, সৌদি আরবের সঙ্গে লড়াইয়ে কখনও হারের মুখ দেখেনি আর্জেন্টিনা।

বিশ্বকাপে এবারই প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচ। সবশেষ ২০১৮ সালের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ৫-০ গোলে হারে সৌদি আরব। পরের ম্যাচে উরুগুয়ের কাছে ১-০ গোলে হারের পর গ্রুপের শেষ ম্যাচে মিশরকে ২-১ গোলে হারায় তারা। এদিকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে শেষ ষোলোতে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা।

তবে ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় এখন পর্যন্ত চার বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও সৌদি আরব। দুটিতে জয় পেয়েছে লিওনেল মেসির দল। সবশেষ ২০১২ সালের প্রীতি ম্যাচটি শেষ হয় গোলশূন্যে।


সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য প্রথম একাদশ

এমিলিয়ানো মার্তিনেস, মার্কোস আকুনিয়া, নায়ুয়েল মোলিনা, নিকোলাস ওতামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও লাউতারো মার্তিনেস।