ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩

Popular bangla online news portal

টেন মিনিট স্কুলে চাকরির সুযোগ


নিউজ ডেস্ক
৪:৫০ - শনিবার, নভেম্বর ১৯, ২০২২
টেন মিনিট স্কুলে চাকরির সুযোগ

অনলাইনভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান টেন মিনিট স্কুল সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের প্রডাক্ট, কনটেন্ট অ্যান্ড মার্কেটিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : কি অ্যাকউন্ট ম্যানেজার ( সিনিয়র এক্সিকিউটিভ ) পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস করতে হবে। কমপক্ষে দুই বছর সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট/ করপোরেট সেলস সম্পর্কে জানাশোনা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। নেগশিয়েশন করার সক্ষমতা থাকতে হবে।

এছাড়া গুগল সুইট, স্পেশালি গুগল সিটস অ্যান্ড ডকস সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে। 

মাসিক বেতন : বেতন ৪০০০০-৫০০০০ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে https://jobs.smartrecruiters.com/10MinuteSchool/743999865759128?fbclid=IwAR0VY2HhEwLQSfigM3xiAovmEHvqSqrctciDJtA32wEs8iZHbpF25y_vFHM