ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩

Popular bangla online news portal

নীলফামারীর ডোমারে ‘আর্জেন্টিনা বাড়ি’


তাহেরুল ইসলাম
১৯:২৩ - বুধবার, নভেম্বর ১৬, ২০২২
নীলফামারীর ডোমারে ‘আর্জেন্টিনা বাড়ি’

ফুটবল আর ক্রিকেট বাঙালির আবেগের খেলা। এই আবেগের বহিঃপ্রকাশ ঘটে বিশ্বকাপের সময়।

প্রিয় দলের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে নীলফামারীর ডোমারে টিনের বাড়িটি রং করা হয়েছে আর্জেন্টিনার পতাকার ।

শুরু হয়েছে বিভিন্ন দল নিয়ে সমর্থকদের মাতামাতি। প্রিয় দলের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে ডোমারে টিনের  একটি বাড়ি রং করা হয়েছে আর্জেন্টিনার পতাকার আদলে। বাড়িটি স্থানীয়দের কাছে পরিচিতি পেতে শুরু করেছে ‘আর্জেন্টিনা বাড়ি’ হিসেবে।


ডোমার পৌরসভা ৭ নং ওয়ার্ডের হাইওয়ে রোটের  সঙ্গে নতুন বাড়ি করেন বাবু ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। তার নিজের অর্থে  বাড়িটি সাজিয়ে তুলেছেন। অনেকেই এখন বাড়িটি দেখার জন্য আসছেন।


বাবু জানান, লিওনেল মেসির খেলা তার খুব ভালো লাগে।দলের সমর্থক হিসেবে নিজের বাড়িটি নিজেই রং করে আর্জেন্টিনার পতাকার আদলে করতে পারায় ভালো লাগছে বলে জানান বাবু।