ঢাকা বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩

Popular bangla online news portal

লাইভ অনুষ্ঠানে পোশাক খুলে ফেললেন অভিনেতা!


নিউজ ডেস্ক
৯:৫৮ - সোমবার, নভেম্বর ১৪, ২০২২
লাইভ অনুষ্ঠানে পোশাক খুলে ফেললেন অভিনেতা!

হলিউডের জনপ্রিয় অভিনেতা জেসন মোমোয়া লাইভ অনুষ্ঠানে নিজের পোশাক খুলে ফেললেন! সম্প্রতি ‘জিমি কিমেল লাইভ’-এ হাজির হয়ে এমন কাণ্ড ঘটান তিনি।

অনুষ্ঠানের সঞ্চালক কিমেল জেসনকে জিজ্ঞেস করেছিলেন তার পোশাকের নিচে মালো পরেছেন কি না! জবাবে জেসন বলেন, “অবশ্যই। তারপর তিনি উঠে দাঁড়ান এবং স্টুডিওর দর্শকদের অবাক করে দিয়ে নিজের বেগুনি রঙের সাটিন পায়জামা খুলে ফেলেন এবং পরিধানকৃত ‘মালো’ প্রদর্শন করেন। সম্পূর্ণ অর্ধনগ্ন অবস্থায় ‘মালো’ পরিহিত মোমোয়াকে দেখে দর্শকরা তালি বাজাতে শুরু করেন।”

অনুষ্ঠানে মোমোয়া জানান, তিনি খোলামেলা থাকতেই বেশি পছন্দ করেন। সঞ্চালকের এক প্রশ্নে এই তারকা বলেন, ‘আমি আসলে পোশাক পরতেও পছন্দ করি না। ’

মোমোয়া বলেন, “আমি প্রতিদিন এটি পরেই থাকি। এটি ১৭৮০-৯০-এর ‘হাওয়াইয়ান মালো’। আমি সবচেয়ে স্বস্তি অনুভব করি এই মালোতে। আমি এটি পরে দারুণ স্বাচ্ছন্দ্যবোধ করি।”

প্রায়ই নিজের পোশাকহীন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন জেসন। কিছুদিন আগেও এই তারকা নিজের ইনস্টাগ্রাম পোস্টে প্রায় নগ্ন শরীরের একটি ছবি প্রকাশ করে ভক্ত-অনুসারীদের মাঝে হইচই ফেলে দেন।

উল্লেখ্য, জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ দিয়ে সবার নজরে আসেন জেসন মোমোয়া। এরপর ‘অ্যাকোয়াম্যান’ তাকে বিশ্বজুড়ে তারকাখ্যাতি এনে দেয়। তার নতুন সিনেমা ‘অ্যাকোয়াম্যান : দ্য লাস্ট কিংডম’ মুক্তি পাবে ২০২৩ সালের ডিসেম্বরে।

সূত্র : টুডে ডটকম