ঢাকা বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩

Popular bangla online news portal

জনবল বাড়ছে মাউশি ও নায়েমে


নিউজ ডেস্ক
৯:৫৬ - সোমবার, নভেম্বর ১৪, ২০২২
জনবল বাড়ছে মাউশি ও নায়েমে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অর্গানোগ্রামে ১০১টি এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর অর্গানোগ্রামে ২৫টি পদসহ মোট ১২৬টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। 

সোমবার (১৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন) মোল্লা মিজানুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, মাউশি ও নায়েম থেকে মোট ১২৬টি পদের জন্য চাহিদাপত্র দেওয়া হয়েছে। পদ সৃজনের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা চেকলিস্ট অনুযায়ী স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব পাঠানোর জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তারা স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব পাঠালে পদের বিস্তারিত বিবরণ সম্পর্কে জানা যাবে।

এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো চাহিদাপত্রের বিপরীতে বলা হয়েছে- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অর্গানোগ্রামে ১০১টি পদ এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এর অর্গানোগ্রামে ২৫টি পদসহ মোট ১২৬টি পদ সৃজনের নিমিত্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা চেকলিস্ট অনুযায়ী স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব পুনরায় পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে।