ঢাকা বুধবার, অক্টোবর ৪, ২০২৩

Popular bangla online news portal

কানাডার হাইকমিশনারের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক


নিউজ ডেস্ক
৯:৫৩ - সোমবার, নভেম্বর ১৪, ২০২২
কানাডার হাইকমিশনারের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিনি নিকোলাসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত আছেন।

উল্লেখ, গত ৩ ফেব্রুয়ারি ঢাকায় কানাডার হাইকমিশনার হিসেবে যোগ দেন লিনি নিকোলাস।