টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রোববার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে পাকিস্তান। শিরোপার মঞ্চে স্যাম কারান-ক্রিস জর্ডানদের তোপে বড় সংগ্রহের দেখা পায়নি বাবর আজমের দল। টস হেরে শুরুতে ব্যাট করে ১৩৭ রানে থেমেছে পাকিস্তান। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে দলটি।
বিশ্বকাপ ফাইনালে সর্বনিম্ন রানের রেকর্ডটা এখনো ভারতের দখলে। ২০১৮ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে এ রেকর্ড গড়ে তারা। দ্বিতীয় সর্বোচ্চ রানটা মূলত দুই দল করেছে। ২০১২ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজও পাকিস্তানের সমান ১৩৭ রান করেছিল।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ইংলিশ বোলারদের পেসের সামনে নাস্তানাবুদ হতে থাকে পাকিস্তানের ব্যাটাররা। পাওয়ারপ্লেতে পাকিস্তানের রান আসে ৩৯।
ফিল্ড রেস্ট্রিকশনের পরেও হ্যাট খুলে খেলতে পারেননি পাক ব্যাটাররা। দলীয় ৪৫ রানে পাক শিবিরে আঘাত হানেন আদিল রশিদ। হারিসকে ক্যাচ আউটের ফাঁদে ফেলে ৮ রানে বিদায় করেন রশিদ। যদিও এর পরেই আবারো ফিরে যান বাবর আজম ৩২ রান করে।
পরবর্তীতে রান বড় করার দায়িত্ব নেন শান মাসুদ। তবে বেশি দূর আগাতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। ব্যক্তিগত ৩৮ রান করে ফেরেন। এরপর শাদাব খান দ্রুত ২০ রান করলেও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যথেষ্ট ছিল না। এরপর আর বলার মত কোনো ব্যাটারই পারেননি রান করতে। মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ নেওয়াজ ফিরেছেন সিঙ্গেল ডিজিটে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে পাকিস্তান সংগ্রহ করে ১৩৭ রান।