রাজধানীর শাহজাহানপুর এলাকায় বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন হাদিউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
অচেতন অবস্থায় হাদিউলকে উদ্ধার করে নিয়ে আসা বাসযাত্রী রিয়াজুল হক রেজা বলেন, আমি তেজগাঁও সাতরাস্তা থেকে বাসে উঠি। পরে বাসে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। এরপর তাকে বাস থেকে নামিয়ে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে তার পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন চিকিৎসক।
তিনি আরও বলেন, হাদিউলের কাছে মোবাইল ফোনে মাধ্যমে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক ব্যক্তিকে উদ্ধার করে বাসের আরেক যাত্রী ঢাকা মেডিকেলে নিয়ে এনেছেন। রোগীর পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগের ৬০২ নাম্বার ওয়ার্ডে ভর্তি দিয়েছেন চিকিৎসক।