ঢাকা বুধবার, অক্টোবর ৪, ২০২৩

Popular bangla online news portal

নাটোরে কয়েলের কারখানায় আগুন


নিউজ ডেস্ক
১৩:৫৩ - রবিবার, নভেম্বর ৬, ২০২২
নাটোরে কয়েলের কারখানায় আগুন

মনজুরুল ইসলাম 

নাটোরের লালপুরে  মশার কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।রোববার (৬ নভেম্বর ) দুপুর সোয়া ২ টায় উপজেলার বড়বড়িয়া এলাকায় কর্ণফুলী নামে কয়েল ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিকাল পৌনে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


দয়রামপুর ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মুনজুরুল আলম বলেন, কর্ণফুলী নামে একটি মশার ফ্যাক্টরিতে আগুন লাগার সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


তিনি আরও বলেন, কয়েলের জ্বালানীতে হিসেবে লাকড়ী (কাঠ) ব্যবহার করা হয়। এসব জালানী অতিরিক্ত মাত্রায় উত্তপ্ত হয়ে প্রস্তুতকৃত কয়েলের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।