ঢাকা মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

Popular bangla online news portal

এ কোন লুকে জয়া!


নিউজ ডেস্ক
৫:০৮ - শুক্রবার, নভেম্বর ৪, ২০২২
এ কোন লুকে জয়া!

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার সম্পূর্ণ নতুন রূপে হাজির হয়েছেন। এমন আবেদনময়ী রূপে আর কখোনোই তাকে দেখা যায়নি। অরেঞ্জ রেড কালারের পোশাক পরে বেশ খোলামেলা অবস্থায় হাজির হয়েছেন তিনি। এই ছবি আজ (৩ নভেম্বর) বিকেলের দিকে জয়া তার ফেসবুকে পোস্ট করেছেন।

এ ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে। জয়ার ভক্ত ও অনুরাগী ছবি দেখে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। কারও মন্তব্য ইতিবাচক কারোটা নেতিবাচক। বান্টি ভাই নামের এক জন জয়ার ছবি দেখে মন্তব্য লিখেছেন, সেই লাগছে।