ঢাকা সোমবার, জুন ৫, ২০২৩

Popular bangla online news portal

প্রিজনভ্যান থেকে রোহিঙ্গা আসামির পলায়ন, ৫ পুলিশ প্রত্যাহার


নিউজ ডেস্ক
১০:৪৯ - বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২
প্রিজনভ্যান থেকে রোহিঙ্গা আসামির পলায়ন, ৫ পুলিশ প্রত্যাহার

কক্সবাজারে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের প্রিজনভ্যান থেকে রোহিঙ্গা আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শনিবার (২২ অক্টোবর) ১২ জন আসামিকে উখিয়া থেকে প্রিজনভ্যানে করে আদালতে পাঠানো হয়। পথিমধ্যে রামু তুলাবাগান সেনানিবাস অতিক্রম করার পর হঠাৎ এক আসামি বমি করার কথা বলে পুলিশের সহায়তা চান। এসময় তালা খুলে পলিথিন দিতে গেলে সেই সুযোগে অন্য এক আসামি পালিয়ে যায়। তিনি রোহিঙ্গা নাগরিক ছিলেন।

তিনি আরও জানান, ওই প্রিজনভ্যানে দায়িত্বরত পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদেরকে বর্তমানে কক্সবাজার জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।