ঢাকা বুধবার, অক্টোবর ৪, ২০২৩

Popular bangla online news portal

শেষ পর্যন্ত জেতা হলো না টাইগারদের


নিউজ ডেস্ক
১৩:২৪ - বুধবার, নভেম্বর ২, ২০২২
শেষ পর্যন্ত জেতা হলো না টাইগারদের

বৃষ্টি বিরতির কাছেই যেন পরাজিত হলো বাংলাদেশ। বৃষ্টি বিরতির আগে লিটন দাসের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছিল ভারতের বোলাররা। কিন্তু বৃষ্টি যেন টাইগারদের ব্যাটিং ধারায় বাধার সৃষ্টি করে। বিরতি থেকে ফিরে বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১ রান। বিরতিতে যাওয়ার আগে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ ওভারে ৬৬ রান।

বিরতি থেকে ফিরেই একে একে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। প্রথমে রান আউট হয়ে সাজঘরে ফেরেন লিটন। এরপর আর কোনো ব্যাটার থিতু হতে পারেননি। একের পর এক উইকেট যাওয়ার মিছিলে শেষ পর্যন্ত ৫ রানে হারে বাংলাদেশ। ৫৪ বলে ৮৫। হাতে দশ উইকেট। তেমন একটা মঞ্চ পেয়েও হয়নি। খেলাটা শেষ ওভার অব্দি উত্তেজনার তুঙ্গে থাকল। জয়ের স্বপ্ন বেঁচে থাকল শেষ বলটি পর্যন্ত। কিন্তু মিলল না সমীকরণ! শুরুতেই লিটনের রান আউটে মন ভাঙে ভক্তদের। এরপর নাজমুল শান্ত, আফিফ, সাকিবরা একে একে ফিরে যাওয়ায় হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এই হারে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন একপ্রকার শেষ হলো। ভারত এগিয়ে গেল শেষ চারের পথে। 

এর আগে, ভারতের ১৮৫ রান তাড়ায় ৭ ওভার যেতেই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। কিন্তু লিটন দাসের ঝোড়ো ব্যাটে বাংলাদেশ বেশ এগিয়ে ছিল। ৭ ওভারে বিনা উইকেটে ছিল ৬৬ রান। লিটন ২৬ বলে ৫৯ আর শান্ত ১৬ বলে ৭ রানে অপরাজিত ছিলেন। ব্যক্তিগত ৯ রানে লিটন দাস উইকেটরক্ষকের ক্যাচ হয়েছিলেন। কিন্তু তৃতীয় আম্পায়ার রিপ্লে চেক করে দেখেন, বল ক্যাচ হওয়ার আগেই মাটিতে পড়েছে। এরপর লিটন আরেকবার জীবন পান তৃতীয় ওভারে। অর্শদীপ সিংয়ের বলে এবারও ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নিতে গিয়েছিলেন দিনেশ কার্তিক। বল তার গ্লাভসে লাগলেও জমে থাকেনি। ব্যক্তিগত ২৭ রানে ফের বেঁচে যান লিটন। ভাগ্য সহায় থাকা দিনে লিটন খেলেছেন দুর্দান্ত। ২১ বলেই করেছেন ফিফটি। এবারের বিশ্বকাপে কোনো ব্যাটারের দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড এটি। এর আগে লোকেশ রাহুল আর বিরাট কোহলির জোড়া ফিফটিতে ভর করে বড় সংগ্রহই পেয়েছে ভারত। ৬ উইকেটে তুলেছে ১৮৪ রান।