ঢাকা মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

Popular bangla online news portal

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মেজবাহ্ উদ্দিন


নিউজ ডেস্ক
৩:১৪ - মঙ্গলবার, নভেম্বর ১, ২০২২
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মেজবাহ্ উদ্দিন

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করেছে সরকার। সোমবার (৩১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাকে পদায়ন করা হয়েছে।

গত ২৭ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের সচিব মেজবাহ্কে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়। মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী চলতি বছরের ২২ মে সচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগে যোগদান করেন।

নবম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। পৃথক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজমকে ২ নভেম্বর থেকে অবসর দিয়েছে সরকার।