ঢাকা বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩

Popular bangla online news portal

প্রতিবন্ধী স্কুলের নিবন্ধন দাবিতে ৮ দি‌ন পায়ে হেঁটে ঢাকায়


নিউজ ডেস্ক
১১:০৪ - সোমবার, অক্টোবর ৩১, ২০২২
প্রতিবন্ধী স্কুলের নিবন্ধন দাবিতে ৮ দি‌ন পায়ে হেঁটে ঢাকায়

পল্লী দৃষ্টিহীন উন্নয়ন সংস্থা অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হলেও নিবন্ধন (এমপিওভুক্তি) পায়নি এখনো। নিবন্ধন পাওয়ার দাবিতে ৮ দিন পায়ে হেঁটে নেত্রকোণা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় এসেছেন বলে দাবি করছেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান।

পল্লী দৃষ্টিহীন উন্নয়ন সংস্থা অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হলেও নিবন্ধন (এমপিওভুক্তি) পায়নি এখনো। নিবন্ধন পাওয়ার দাবিতে ৮ দিন পায়ে হেঁটে নেত্রকোণা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় এসেছেন বলে দাবি করছেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান।

সোমবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে হাবিবুর রহমান তার স্কু‌লের সহ শিক্ষিকাকে নিয়ে অবস্থান কর্মসূচি থেকে এই দাবি করেন।

হাবিবুর রহমান বলেন, দীর্ঘ ২৫ বছর পরেও আমার অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়টি এখনো এমপিওভুক্ত হয়নি। অথচ আমার এই বিদ্যালয়টি নেত্রকোণায় প্রথম প্রতিবন্ধীদের জন্য প্রতিষ্ঠিত বিদ্যালয়। এ বিদ্যালয়ে ১০ জন শিক্ষক-শিক্ষিকা এবং ৪ জন কর্মচারী রয়েছে। এতদিন ধরে জেলা প্রশাসক ও স্থানীয় বিত্তশালীদের সহয়তায় প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। 

শিক্ষক হাবিবুর রহমান ব‌লেন, ২০০৯ সাল থেকে বারংবার স্কুলটি এমপিওভুক্তির জন্য আবেদন করে আসলেও তা বাস্তবায়ন হয়নি। তাই আমি আমার দাবি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে নেত্রকোণা থেকে পায়ে হেঁটে এসেছি। আমি চাই প্রতিবন্ধীদের শিক্ষার বৃহৎ স্বার্থে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়টি এমপিও স্বীকৃতি পাক।