ঢাকা মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

Popular bangla online news portal

শিক্ষার্থীদের কল্যাণে কাজ করি : সাবেক রেলপথমন্ত্রী


নিউজ ডেস্ক
১৫:৫৯ - শনিবার, অক্টোবর ২৯, ২০২২
শিক্ষার্থীদের কল্যাণে কাজ করি : সাবেক রেলপথমন্ত্রী

আবু শামা, কুবি প্রতিনিধি:: শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ও সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক ।

শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২ টায় মিয়া বাজার টাইমস স্কয়ারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চৌদ্দগ্রাম স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবীন বরণ, প্রবীণ বিদায় ও পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পরিবারে কোন সমস্যা হলে অথবা কেউ পড়াশোনা চালিয়ে যেতে অক্ষম হয় তাহলে এই সংগঠনের সভাপতি বা সাধারণ সম্পাদকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।

সভাপতি গাজী রিফাত হোসেনের সভাপতিত্বে  সাবেক সহ-সভাপতি সাখাওয়াত শাওনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জি. এম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) নূরল করিম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সালমান চৌধুরীসহ সংগঠনটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আজকে যারা ছাত্রলীগের রাজনীতি করছেন এই সংগঠনের পিছনে মুজিবল হক এমপির অনেক অবদান রয়েছে। আপনাদের পড়াশোনার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতানায় বিশ্বাসী হতে হবে। আমাদের দেশের ইতিহাস জানতে হবে, আজকে বাংলা ভাষায় কথার বলার পিছনে রয়েছে অনেক ইতিহাস। আমরা শুধু শুধু নিজেদেরকে প্রতিষ্ঠা করলে হবে না। আপনি বিশ্ববিদ্যালয় থেকে পাস করে শিক্ষক,  ব্যাংকার অথবা ম্যাজিস্ট্রেট হয়েছেন। এতে কি আপনি সফল? না, আপনার কাজ থেকে যদি মানুষ সাহায্য না পায়, তাহলে আপনি কোন ভাবে সফল না।

বিশেষ অতিথির বক্তব্যে  এন এম রবিউল আউয়াল চৌধুরী বলেন, তোমাদের শিক্ষার্থীদের প্রধান কাজ হচ্ছে, পড়ালেখা করা। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বিমুখ হয়ে যাচ্ছে। যারা চাকরি দিচ্ছে তারা বলছে, তারা যোগ্য লোক পাচ্ছে না। আর তোমরা যারা চাকরি খোঁজছো, তারা বলছো তোমরা চাকরি পাচ্ছো না। এই দুইয়ের মাঝে একটা ব্রিজ দরকার। সেই ব্রিজটা হচ্ছে, তুমি নিজেকে তৈরি করো একজন  চাকরিদাতা কি খোঁজছে সে দিকে খেয়াল রেখে। 

উল্লেখ্য, অনুষ্ঠানের শেষে নবীনদের ফুল দিয়ে বরণ এবং প্রবীনদের সম্মাননা স্মারক দিয়ে বিদায় দেওয়া হয়।