ঢাকা শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩

Popular bangla online news portal

নাটোরের লালপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা


নিউজ ডেস্ক
১৫:৫৩ - শনিবার, অক্টোবর ২৯, ২০২২
নাটোরের লালপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

নাটোর জেলা প্রতিনিধিঃঃ নাটোরের লালপুর থানা পুলিশের আয়োজনে 'কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র' প্রতিপাদ্য নিয়ে  কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর ২০২২) লালপুর থানা চত্বতে বেলুন ও পায়রা উড়িয়ে, বর্ণাঢ্য র‍্যালী সড়ক প্রদক্ষিণ শেষে থানা অডিটোরিয়ামে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ মোনোয়াজ্জামানের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম খান, পুলিশ পরিদর্শক (আইসি- আব্দুলপুর) হীরেন্দ্রনাথ প্রামানিক, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, এবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, প্রভাষক মোজাম্মেল হক, প্রধান শিক্ষক আব্দুল খালেক, উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি মোঃ ফজলুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার । স্বাগত বক্তব্য রাখেন উপ-পরিদর্শক (এস আই) হাসান তৌফিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি সহ শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী,পুলিশ সদস্য, গ্রাম পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।