ঢাকা শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩

Popular bangla online news portal

গাছকে ভাইফোঁটা দিলেন তারা


নিউজ ডেস্ক
৩:৪০ - শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২
গাছকে ভাইফোঁটা দিলেন তারা

এভাবেই শ্যামাপূজার দুই দিন পর বোনেরা যমের মুখে ছাই দিয়ে ভাইদের দীর্ঘায়ু কামনা করেন। ভাইফোঁটার আরও একটি নাম ভ্রাতৃদ্বিতীয়া। 

আড়াই হাজার বছরের পুরোনো এই উৎসবে বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে দেন। তবে ভারতের একটি গ্রামের বাসিন্দারা এবার নিয়েছেন একেবারেই অন্য রকম এক উদ্যোগ। তারা গাছকে ভাইফোঁটা দিয়েছেন।    

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ইন্দ্রপ্রস্ত গ্রামে এ ঘটনা ঘটেছে। এ গ্রামের মানুষগুলোর জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সুন্দরবন। এই জঙ্গলের ওপর নির্ভর করে বছরের পর বছর জীবন কাটিয়ে দেন এ গ্রামের মানুষেরা।  

বনের গাছ বাঁচাতেও অনেক সময় অগ্রণী ভূমিকা নেন তারা। 

এ বার তারাই গাছকে ভাইফোঁটা দিলেন। আবেগপ্রবণ এক দল আদিবাসী শিশু ম্যানগ্রোভকে চন্দনের ফোঁটা দিয়ে ভাইফোঁটা দিবস পালন করল। 

বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের অধীন রামগঙ্গার রেঞ্জের ইন্দ্রপ্রস্ত গ্রামে নদীর পাড়ে গাছে ফোঁটা দেওয়ার আয়োজন করা হয়। স্কুল শিক্ষিকারাও ছোটদের সঙ্গে নিয়ে নদীর পার ধরে চরে নেমে গাছকে ফোঁটা দেন। তাদের হাতে প্ল্যাকার্ডও ছিল। তাতে লেখা, তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর, চির দিন তোরা বন্ধু হয়ে থাকবি, বন্ধু কথার মর্যাদাটা রাখবি। 

বিভিন্ন জীবজন্তুর মুখোশ পরেও গাছফোঁটা উৎসব পালন করতে দেখা যায় ছোটদের। এ আয়োজন প্রসঙ্গে একজন বন কর্মকর্তা বলেন, ম্যানগ্রোভ প্ল্যান্টেশন রক্ষার কাজে আমরা স্কুল পড়ুয়াদের এগিয়ে আসতে আগেই আহ্বান জানিয়েছিলাম। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সেই আনন্দে তারা মানুষের পরিবর্তে গাছকে ফোঁটা দিয়েছে। আমরা সহযোগিতা করেছি।