ঢাকা বুধবার, অক্টোবর ৪, ২০২৩

Popular bangla online news portal

দুর্যোগ কাটিয়ে রোদের উঁকি ঢাকায়


নিউজ ডেস্ক
৩:০০ - বুধবার, অক্টোবর ২৬, ২০২২
দুর্যোগ কাটিয়ে রোদের উঁকি ঢাকায়

ঘূর্ণিঝড় সিত্রাং যে দুর্যোগ নিয়ে এসেছিল সোমবার দিবাগত রাত থেকেই তা কাটতে শুরু করে। ফলে মঙ্গলবার সকাল থেকেই ক্রমশ ফিরে আসার ইঙ্গিত দিচ্ছিল হেমন্ত। তবে মেঘের দাপটে নিজেকে ঢেকেই রাখতে হয়েছে সূর্যকে। তবে বুধবার সকাল থেকেই রাজধানীর আকাশে চকচকে রোদের দেখা মিলছে।  

এদিকে সিত্রাং-এর হাত ধরে প্রকৃতিতে শীতের আগমনী আমেজও দেখা যাচ্ছে। যদিও শীতের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা নেই।  

স্বাভাবিক নিয়মে ভালোভাবে শীত পড়তে মাস দেড়েক লেগে যেতে পারে। সেক্ষেত্রে পুরোপুরি শীতের বদলে হেমন্তের আমেজ নিয়েই খুশি থাকতে হবে শীতপ্রেমীদের।  

বাংলাদেশের উপকূলে আঘাত হানার সময় খুব শক্তি দেখাতে পারেনি সিত্রাং। উপকূলে আঘাত হানার পর দ্রুত শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয় এ ঘূর্ণিঝড়।