ঢাকা শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩

Popular bangla online news portal

দক্ষিণের ছবিতে কাজ করার আগ্রহ জানালেন ক্যাটরিনা


নিউজ ডেস্ক
৩:৩৪ - মঙ্গলবার, অক্টোবর ২৫, ২০২২
দক্ষিণের ছবিতে কাজ করার আগ্রহ জানালেন ক্যাটরিনা

বলিউডে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন ক্যাটরিনা কাইফ। এবার দক্ষিণের ছবিতে কাজ করতে চান তিনি।

ভৌতিক কমেডির ছবি ‘ফোন ভূত’ মুক্তির আগে এমন ইচ্ছা প্রকাশ করলেন ক্যাটরিনা কাইফ। আগেও বেশ কিছু তেলুগু এবং মালয়ালম ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। তবে সে অনেক দিন আগের কথা। এখনকার দক্ষিণী ইন্ডাস্ট্রি যে জায়গায় গিয়েছে তাতে কোন তারকার না লোভ হয়!

দক্ষিণে সাফল্যের রেখচিত্র ঊর্ধ্বমুখী। মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান ১’-এর চাকচিক্যে মোহিত বলিউডও। ক্যাটরিনা বললেন, ‘যদি এমন কোনো চিত্রনাট্য হাতে আসে, যাতে বলিষ্ঠ চরিত্র করতে হবে, ভাষা কোনো বাধা হবে না। দক্ষিণের পরিচালকরা রয়েছেন প্রতিভাধর।’

এর পরই মণি রত্নমের কথায় গেলেন অভিনেত্রী। উদাহরণ টেনে বললেন, “মণি স্যরের ‘পোন্নিয়িন সেলভান ১’ কী ভালো ছবি, তাই না! এত জাঁকজমক, নিখুঁত সৌন্দর্য প্রতি ফ্রেমে সেই অপূর্ব সঙ্গীতনির্মাণ— আমি মুগ্ধ। জীবনের এই পর্বে এসে এমন একটা দুর্দান্ত কাজ চিনিয়ে দেয় তিনি কতটা বড় মাপের পরিচালক।”

ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর ‘ফোন ভূত’ প্রথম ছবি ক্যাটরিনার। সিদ্ধান্ত চতুর্বেদী এবং ঈশান খট্টরের সঙ্গে তাকে দেখা যাবে এই ছবিতে। আগামী ৪ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘ফোন ভূত’।