ঢাকা মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

Popular bangla online news portal

সাপাহারে ৭ম কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত


নিউজ ডেস্ক
১৫:১৩ - রবিবার, অক্টোবর ২৩, ২০২২
সাপাহারে  ৭ম কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত

মোসফিকা আক্তার, নওগাঁ জেলা   প্রতিনিধিঃ ক্যাম্পুরীতে ১৮ টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬-১১ বছর বয়সী প্রায় ১২০ জন শিক্ষার্থী কাব ক্যাম্পুরীতে  অংশগ্রহণ করেন।  কাব স্কাউট ও স্কাউট নেতৃবৃন্দ ক্যাম্পুরীতে অংশগ্রহণ করেন কাব স্কাউট সদস্যরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় আত্মপ্রত্যয়ী, পরোপকারী ও সমাজ সেবায় উদ্বুদ্ধ হবে।

বাংলাদেশ স্কাউটস,সাপাহার উপজেলা,সাপাহার,নওগাঁ।  ৭ম উপজেলা কাব ক্যাম্পুরী। সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০-২৩ অক্টোবর ২০২২ খ্রীঃ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা  চেয়ারম্যান জনাব মোঃ শাহজাহান হোসেন, উপজেলা  নির্বাহী  অফিসার জনাব  মোঃ আব্দুল্লাহ  আল মামুন, মোঃ সেকেন্দার আলী খাঁন, সম্পাদক, নওগাঁ জেলা স্কাউটস, উপজেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক, সাপাহার মডেল সরকারি, প্রধান শিক্ষক সহ  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ও ইউনিট লিডার, এছাড়াও সেচ্ছাসেবক হিসাবে

সাপাহার সরকারি কলেজের  রোভার সদস্যগণ উক্ত ক্যাম্পে অংশগ্রহণ করেন।

 ৩য় দিনে ক্যাম্প ফায়ার অনুষ্ঠান  অতিথি  বক্তব্যে স্কাউটিং একজন শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হাতে কলমে শিক্ষা দেয়। স্কাউটিংকে দেশ সেবা ও মানবিক কল্যাণের কাজে লাগাতে হবে। স্কাউটিংয়ের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে প্রতিফলন করা গেলে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে। জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম আর অনুশীলনের কোন বিকল্প নেই।

 অংশগ্রহণকারী স্কাউটগন নিজেদের উন্নয়নের পাশাপাশি পরোপকারী ও স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলবে। তাহলেই সমাজের কাছ থেকে আরো স্নেহ ভালোবাসা পাবে এবং অন্যরা তোমাদের অনুসরণ করে স্কাউটিং-এ উৎসাহিত হবে। স্কাউটগন নিজেদের উন্নয়নের পাশাপাশি পরোপকারী ও স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলবে। তাহলেই সমাজের কাছ থেকে আরো স্নেহ ভালোবাসা পাবে এবং অন্যরা তোমাদের অনুসরণ করে স্কাউটিং-এ উৎসাহিত হবে। 

আগামী দিনে তোমরাই বাংলাদেশকে নেতৃত্ব দেবে।  স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত, ধর্ম নিরপেক্ষ উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে। সব সময় মনে রাখতে হবে অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এ দেশ আমাদের। এ জন্য তোমাদের যোগ্য ও দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। সমাজ সেবা, সমাজ উন্নয়ন কর্মকাণ্ডে তোমরা সক্রিয় ভূমিকা রাখবে। বন্যা, ঘূর্ণিঝড়, ভবনধস ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজে তথা জাতীয় দুর্যোগে স্কাউটদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে।  মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ধর্মন্ধতা রোধসহ সামাজিক জনসচেতনতা সৃষ্টিতে স্কাউটরা বরাবরের মতো নিজেদের সক্রিয় রাখবে।

তবে উন্নয়নকে এগিয়ে নিতে জনগণকে ইতিবাচক, আধুনিক ও বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি নিয়ে উন্নয়ন যাত্রায় শামিল হতে হবে। স্কাউকিং কার্যক্রম পারে ভবিষ্যত প্রজন্মকে আধুনিক, প্রগতিশীল, সৃজনশীল হিসেবে গড়ে তুলতে এবং সমাজকে এগিয়ে  নিয়ে  যাবে।