ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩

Popular bangla online news portal

ময়মনসিংহে হকার্স মার্কেটে আগুন


নিউজ ডেস্ক
৪:৩৬ - শনিবার, অক্টোবর ২২, ২০২২
ময়মনসিংহে হকার্স মার্কেটে আগুন

ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে শনিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট। তাদের চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি আগুন নিভে সকাল ১০টার দিকে। 

জানা গেছে, সকাল পৌনে ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুইটি দোকানের সব মালামাল পুড়ে গেছে। এছাড়া আশপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন।