ঢাকা শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩

Popular bangla online news portal

নিজেকে বিক্রি করতে চাওয়া ছেলেকে ৬ লাখ টাকা অনুদান প্রদান


নিউজ ডেস্ক
৫:২৮ - শুক্রবার, অক্টোবর ২১, ২০২২
নিজেকে বিক্রি করতে চাওয়া ছেলেকে ৬ লাখ টাকা অনুদান প্রদান

মরণব্যাধি ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য নিজেকে ১০ বছরের জন্য বিক্রি করতে চাওয়া মো. আনোয়ারুল ইসলাম মামুনকে ৬ লাখ টাকা অনুদান দিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পার্বত্য মন্ত্রীর নিজ বাসভবনে এ অনুদান দেওয়া হয়।

মরণব্যাধি ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য নিজেকে ১০ বছরের জন্য বিক্রি করতে চাওয়া মো. আনোয়ারুল ইসলাম মামুনকে ৬ লাখ টাকা অনুদান দিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পার্বত্য মন্ত্রীর নিজ বাসভবনে এ অনুদান দেওয়া হয়।

এ সময় পার্বত্য মন্ত্রী মন্ত্রণালয় থেকে ২ লাখ টাকার চেক ও ব্যবসায়ী সমিতি থেকে সংগ্রহ করা ৪ লাখ টাকাসহ মোট ৬ লাখ টাকার আর্থিক অনুদান মামুনের হাতে তুলে দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজ্জামেল হক বাহাদুর, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন আরাফাত, প্যানেল মেয়র সৌরভ দাস শেখরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর ‘মাকে বাঁচাতে নিজেকে ১০ বছরের জন্য বিক্রি করতে চান ছেলে’ শিরোনামে ঢাকা পোস্টে একটি মানবিক সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশিত হওয়ার পর মধ্যপ্রাচ্যসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ক্যানসার আক্রান্ত মামুনের মায়ের চিকিৎসার জন্য অনুদান আসতে শুরু করে। পরে বিষয়টি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের নজরে এলে মন্ত্রী মামুনকে ডেকে তার মায়ের চিকিৎসার জন্য অনুদান দেওয়ার আশ্বাস দেন। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রীর বাসভবনে চিকিৎসার জন্য মামুনকে ৬ লখ টাকা অনুদান দেওয়া হয়।