ঢাকা শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩

Popular bangla online news portal

মদের পার্টিতে গিয়ে গ্রেপ্তার বাংলাদেশি


নিউজ ডেস্ক
৪:৫৭ - বৃহস্পতিবার, অক্টোবর ২০, ২০২২
মদের পার্টিতে গিয়ে গ্রেপ্তার বাংলাদেশি

বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরায় মদের পার্টিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন অন্তর চন্দ্র সরকার নামে এক বাংলাদেশি। বর্তমানে ত্রিপুরার জেলে রাখা হয়েছে তাকে। তপন চন্দ্র সরকার নামে আরেক বাংলাদেশিকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।  

বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরায় মদের পার্টিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন অন্তর চন্দ্র সরকার নামে এক বাংলাদেশি। বর্তমানে ত্রিপুরার জেলে রাখা হয়েছে তাকে। তপন চন্দ্র সরকার নামে আরেক বাংলাদেশিকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।  

ত্রিপুরার সিপাহীজলা জেলা পুলিশ বলছে, তারা বাংলাদেশ সীমান্ত লাগোয়া মধুপুর থানা এলাকা থেকে অন্তর চন্দ্র সরকার নামে এক বাংলাদেশি নাগরিককে বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করেছে। 

মধুপুর থানার অফিসার ইনচার্জ বিভাস দাস বিবিসি বাংলাকে বলেন, গত রোববার বিএসএফ ওই দু’জনকে আটক করে কসবা কালীতলা থেকে। তারা দু’জনেই বাংলাদেশের নাগরিক। তবে তপন চন্দ্র সরকার দুর্গাপুজোর সময়ে বৈধ ভিসা নিয়েই ভারতে এসেছিলেন তার আত্মীয় বাড়িতে। 

বিভাস দাস আরও জানান, তপন চন্দ্র বাংলাদেশে তার বন্ধুকে ফোন করে বলে ভারতে চলে আসতে। দু’জনে একসঙ্গে মদের পার্টি করবে। সে যেহেতু বেশ কিছুদিন ত্রিপুরায় ঘোরাঘুরি করেছে, তাই এলাকাটা তার মোটামুটি চেনা হয়ে গিয়েছিল বলে মনে হচ্ছে। তাই কোন জায়গা দিয়ে সহজে সীমান্ত পেরনো যায়, সেটা আন্দাজ করেই বন্ধুকে ডেকে পাঠায়। এরকমই একটা জায়গা দিয়ে বেড়া পেরিয়ে অন্তর চন্দ্র সরকার ভারতে প্রবেশ করে। তারা একটা পুকুরপাড়ে বসে মদ্যপান করছিল। সেই সময়েই বিএসএফের প্রহরীরা তাদের আটক করে। একজনকে ছেড়ে দেওয়া হয়, তবে অন্তর চন্দ্র সরকারকে আদালত থেকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।  

সূত্র : বিবিসি বাংলা।