ঢাকা শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩

Popular bangla online news portal

বিদেশে টাকা পাচারের বিষয়ে তদন্ত হচ্ছে: আ ক ম মোজাম্মেল


নিউজ ডেস্ক
১৩:০০ - বুধবার, অক্টোবর ১৯, ২০২২
বিদেশে টাকা পাচারের বিষয়ে তদন্ত হচ্ছে: আ ক ম মোজাম্মেল

বিদেশে টাকা পাচারের বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বিদেশে টাকা পাচারের বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান। 

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।

মোজাম্মেল হক বলেন, দেশ থেকে টাকা পাচারের বিষয়ে ইদানিং আমরা পত্র-পত্রিকায় দেখেছি। সেগুলো তদন্ত করে দেখা হবে। ইতোমধ্যে অনেকে ধরাও পড়েছেন। মানি একচেঞ্জ সংশ্লিষ্ট ৭০০'র অধিক ধরাও পড়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং ক্ষেত্র বিশেষ তাদের লাইসেন্স বাতিল করা হবে বা আইনি ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত হচ্ছে। কে কী পরিমাণ টাকা পাচার করেছে এবং কোথায় করেছে এগুলো তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বড় বড় গোষ্ঠী, যারা টাকা পাচার করেন এ রকম কাউকে শনাক্ত করেছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, তদন্তের আগে অগ্রিম বলা যাবে না।