উত্তরা থেকে মহাসড়কে ডাকাতি চক্রের হোতাসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, সালাম মাতবর (৫৩), মো. ইকরাম আলী মুন্সি (৩৮) ও শাহীন আলম প্রকাশ (২৪)।
বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গ্রেপ্তার সালাম এ ডাকাতদলের হোতা। তার বিরুদ্ধে এর আগেও ৪টি মামলা রয়েছে। এসব মামলায় জেলে থাকার সময়ই বাকিদের সঙ্গে তার পরিচয়। তখনই তাদের নিয়ে এ ডাকাত দল গঠন করেন সালাম।
তিনি বলেন, অভিযুক্তরা বিভিন্ন গ্যারেজ থেকে প্রথমে গাড়ি ভাড়া করেন। এরপর প্রবাসীদের টার্গেট করেন। যেসব প্রবাসী একা আসেন বা সাথে শুধু নারী থাকেন তাদের যাত্রী হিসেবে গাড়িতে তুলেন। পরে নির্জন কোন স্থানে নিয়ে চাকু, ছুরির ভয় দেখিয়ে সব লুটে নেন। আর রাতে মহাসড়কে অবস্থান করেন। এরপর প্রাইভেটকার বা সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে সব কেড়ে নেয় তারা।
মঙ্গলবার রাতেও এ রকম ডাকাতির প্রস্তুতি নিতে উত্তরা ৩ নং সেক্টরে আসেন তিনজন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সালামসহ তাদের গ্রেপ্তার করে। বাকি দুজনের বিরুদ্ধেও বিভিন্ন থানায় মামলা রয়েছে। বুধবার (১৯ অক্টোবর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।