জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ।যথাযোগ্য মর্যাদায় তেজগাঁও কলেজ দিনটি উদযাপন করে।
সকালে কলেজ প্রাঙ্গনে তেজগাঁও কলেজের অধ্যক্ষ ড. মোঃ হারুন-অর-রশিদের নেতৃত্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে আনন্দ র্যালি আয়োজন করা হয়। জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিটি কলেজ থেকে শুরু করে ইন্দিরা রোড় প্রদক্ষিন করে আবার কলেজে এসে শেষ হয়। র্যালি শেষে কলেজের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন কর্মসূচি পালন, বাংলা বিভাগের সামনে শেখ রাসেল দেয়ালিকা উন্মোচন এবং কলেজ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শহিদ শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে জাতির পিতার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শহিদ হন।