প্রথম ম্যাচ জিতেছে দুই দলই। আজকের ম্যাচ জিতলে নামিবিয়া বা নেদারল্যান্ডসের এক দল দ্বিতীয় রাউন্ডে প্রায় পা দিয়েই ফেলবে।
তবে পাল্লাটা নামিবিয়ার দিকেই বেশি ভারি। শেষ কিছু দিনে দলটা আছে দারুণ ছন্দে, বিশ্বকাপের প্রথম ম্যাচে স্তব্ধ করে দিয়েছে শ্রীলঙ্কাকে, হারিয়েছে ৫৫ রানের বিশাল ব্যবধানে। নেদারল্যান্ডসও জিতেছে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাদের জয়ের ব্যবধানটা মাত্র ৩ উইকেটের। সেই দুই দল মুখোমুখি হয়েছে আজ।
সেই লড়াইয়ে আজ টস জিতেছে নামিবিয়া। অধিনায়ক গেরহার্ড ইরাসমাস নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।
তবে ডাচ অধিনায়ক এডওয়ার্ডসও জানালেন, টস জিতলে আগে ব্যাট করার সিদ্ধান্তই নিতেন তিনি। তাদের দলে আছে একটি পরিবর্তন। টিম ভ্যান ডার গুগেন দলে এসেছেন, বাদ পড়েছেন লোগান ভ্যান বিক।
নামিবিয়া একাদশ
ডিভান লা কক, মাইকেল ভ্যান লিংগেন, স্টেফান বার্ড, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), ইয়ান ফ্রাইলিঙ্ক, জন নিকোল লফটি-ইটন, জেজে স্মিট, ডেভিড ভিসা, জেন গ্রিন (উইকেটরক্ষক), বার্নার্ড শল্টজ, বেন শিকঙ্গো।
নেদারল্যান্ডস একাদশ
ম্যাক্স ও'ডাউড, বিক্রম সিং, বাস ডি লিড, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), রোয়েলফ ফন ডার মারওয়ে, টিম প্রিংলে, টিম ভ্যান ডার গুগেন, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকেরেন।