ঢাকা বুধবার, অক্টোবর ৪, ২০২৩

Popular bangla online news portal

টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল উইন্ডিজ


নিউজ ডেস্ক
৪:২৮ - সোমবার, অক্টোবর ১৭, ২০২২
টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল উইন্ডিজ

গেল বার সরাসরি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেললেও ওয়েস্ট ইন্ডিজকে এবার খেলতে হচ্ছে প্রথম রাউন্ডে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দলটির বিশ্বকাপ, যারা গেল বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল।

সেই লড়াইয়ে আজ উইন্ডিজ অধিনায়ক নিকলাস পুরান জিতেছেন টসে। নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। পুরানের কথা, ‘আমরা বোলিং করব। উইকেটটা নতুন, আর তাই আমাদের এর আচরণ আগে দেখতে হবে। আমরা বেশ উজ্জীবিত।’


স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটনও জানালেন, টস জিতলে তিনিও ফিল্ডিংই বেছে নিতেন। বললেন, ‘উইকেটে আদ্রতা আছে, টস জিতলে আমিও ফিল্ডিংই বেছে নিতাম। এখানে দ্রুত রান উঠবে, আশা করি আমরা একটা ভালো শুরু পাব। গেল আসরে ভালো শিক্ষা পেয়েছি আমরা। চলতি বছর ওয়ানডেতে আমাদের ভালো সময় কেটেছে, আশা করি তার আত্মবিশ্বাস এখানে কাজে লাগাতে পারব আমরা।’


স্কটল্যান্ড একাদশ:

জর্জ মুন্সে, মাইকেল জোন্স, ম্যাথিউ ক্রস (উইকেটরক্ষক), রিচি বেরিংটন (অধিনায়ক), ক্যালাম ম্যাকলয়েড, ক্রিস গ্রিভস, মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, জশ ডেভি, সাফিয়ান শরিফ, ব্র্যাড হুইল।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

কাইল মায়ার্স, এভিন লুইস, ব্রেন্ডন কিং, শামার ব্রুকস, নিকলাস পুরান (উইকেটরক্ষক/অধিনায়ক), রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওডিন স্মিথ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়।