যশোরের বেনাপোল স্থলবন্দরে বাংলাদেশি মালবোঝাই ট্রাকচাপায় এক ভারতীয় চালক নিহত হয়েছেন।রোববার (১৬ অক্টোবর) ভোর ৬টার দিকে বেনাপোল পোর্ট থানার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা পণ্যবোঝাই বাংলাদেশি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের সময় ভারতীয় এক চালককে চাপা দেয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, ভোর ৬টার দিকে বাংলাদেশি একটি ট্রাক পণ্য নিয়ে বন্দরে প্রবেশের সময় চাপায় পিষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছে। তিনি ভারতীয় ট্রাকচালক বলে জানা গেছে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।