সেরা উদ্যোক্তার পুরস্কার পেয়েছে আলো। পুরস্কার সে একা নিতে রাজি নয়। রাবেয়া বেগমের হাত ধরে মঞ্চে ওঠে। আলম থেকে তৃতীয় লিঙ্গের আলো হয়ে ওঠা মানুষটার পাশে দাঁড়ানোর জন্য রাবেয়া বেগমের কাছে কৃতজ্ঞ আলম ও আলো।
‘কমন মানুষ’ নাটকের দৃশ্য
নাসরিন মুস্তফার রচনায় এটি প্রযোজনা করেছেন কামাল উদ্দিন আহম্মেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনিরা ইউসুফ মেমী, ফারজানা ছবি, মোমেনা চৌধুরী, দেওয়ান সাইফুল, রফিকউল্লাহ, তারেকুজ্জামান তপন, খন্দকার ইসমাইল, জিয়াউল হাসান কিসলু, গোলাম মোর্শেদসহ আরো অনেকে। প্রচারিত হবে শনিবার (১৫ অক্টোবর) রাত ৯টায় বিটিভিতে।