রাজধানী শ্যামপুরের জুরাইন কবরস্থান রোডে তিতাস গ্যাসের লাইনে কাজ করার সময় বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন— মো. সিরাজ (২০), মো. খলিলুর রহমান (৪৫), মো. জুম্মান (১৯), মো. আজিজুল (৭০) ও মো. আব্দুর রহমান (৬০)।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, মধ্যরাতে জুরাইন থেকে দগ্ধ অবস্থায় পাঁচ জনকে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে দুই জনকে ভর্তি দেওয়া হয়েছে। বাকি তিন জনকে অবজারভেশনে রাখা হয়েছে।
উদ্ধার করে নিয়ে আসা সেলিম বলেন, আমরা তিতাস গ্যাসে কেউ চাকরি করি না। তবে তাদের সঙ্গে আমরা ১২ মাস কাজ করি। রাতে একটি লাইনে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে আমাদের পাঁচ জন শ্রমিক দগ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। চিকিৎসক দুজনকে ভর্তি দিয়েছেন। বাকি তিন জনকে অবজারভেশনে রেখেছেন চিকিৎসক। তাদের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।