ঢাকা বুধবার, অক্টোবর ৪, ২০২৩

Popular bangla online news portal

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থ মালহোত্রা


নিউজ ডেস্ক
৫:০৭ - শুক্রবার, অক্টোবর ১৪, ২০২২
বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থ মালহোত্রা

বলিউডের বাতাসে এখন সবচেয়ে বেশি যে গুঞ্জন চলছে তা হলো সিদ্ধার্থ আর কিয়ারার বিয়ের গুঞ্জন। আর এ বিষয়ে এতদিন দুই পক্ষ চুপ থাকলেও এবার মুখ খুলেছেন সিদ্ধার্থ নিজেই।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালেই সাত পাকে বাঁধা পড়বেন তারা। আগামী বছরের এপ্রিলে দিল্লিতে হবে তাদের বিয়ের আসর। আত্মীয়স্বজন আর ককটেল পার্টির আয়োজন থাকলেও কোনো বলিউড তারকা সেখানে আমন্ত্রণ পাবেন না বলেও গুঞ্জন উঠেছে।


এদিকে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, এ বিষয়ে সিদ্ধার্থ জানিয়েছেন, কিয়ারার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন, বিয়ে নিয়ে গুজব, কোনোটাই এখন আর তাকে প্রভাবিত করে না। যদি সত্যিই কিয়ারার সঙ্গে তার বিয়ের তোড়জোড় শুরু হয়, তবে সেই খবর চেপে রাখা মুশকিল।

তিনি আরও বলেন, ‘আমি জানি, আজ না হয় কাল, এটা জানাজানি হবেই, লুকিয়ে রাখা যাবে না। তবে শান্ত আর চুপচাপ স্বভাবের সিদ্ধার্থ ব্যক্তিগত জীবনের ঘটনাপ্রবাহ গোপন রাখতেই ভালবাসেন। যদিও তার জীবনে তেমন কোনো গোপনীয় বিষয় নেই।

উল্লেখ্য, সিদ্ধার্থের সঙ্গে কিয়ারার সম্পর্ক শুরু হয় ২০১৮ সালে। ‘লাস্ট স্টোরি’র সেটে প্রথম দেখা হওয়ার পর  ‘শেরশাহ’ সিনেমায় তাদের সম্পর্ক গভীরতর হতে শুরু করে। মাঝে সম্পর্কের অবনতি হলে করণ জোহরের মাধ্যমে তাদের সম্পর্কের টানাপোড়েন অনেকটাই দূর হয় এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানিকে নিয়ে।