ঢাকা বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩

Popular bangla online news portal

১০ ওভারেও বাবর-রিজওয়ানকে ফেরাতে পারল না বাংলাদেশ


নিউজ ডেস্ক
৫:১৮ - বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২
১০ ওভারেও বাবর-রিজওয়ানকে ফেরাতে পারল না বাংলাদেশ

টি-টোয়েন্টিতে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের ১৫০ ছাড়ানো জুটি আছে ৫টা। তাদের দল পাকিস্তানের সামনে ১৭৪ রানের লক্ষ্যকে খুব বেশি বড় মনে না হওয়াটাই স্বাভাবিক। আজ বাংলাদেশের নখদন্তহীন বোলিংয়ে লক্ষ্যটাকে মামুলি মনে হচ্ছে আরও। উইকেটে রীতিমতো জমে গেছেন বাবর আর রিজওয়ান। তাতে বড় হারের শঙ্কাও মাথাচাড়া দিয়ে উঠছে বাংলাদেশ শিবিরে।

শুরুর ওভারটা করেছিলেন হাসান মাহমুদ, রান দিয়েছিলেন তিনটি। এরপর তাসকিন আহমেদও এসে তিন রান দেন। বাংলাদেশের ‘ভালো’ শুরুটা উবে গেল তৃতীয় ওভার থেকে। শরিফুল ইসলামকে চার মেরে হাত খোলেন মোহাম্মদ রিজওয়ান। তাসকিনের পরের ওভারে বাবরও চার মেরে গা ঝাড়া দিয়ে ওঠেন।


সেই যে দুর্দশার শুরু বাংলাদেশের, তার শেষ হলো না আর। ইনিংসের সপ্তম ওভার পর্যন্ত অন্তত একটি করে চার বের করেছে পাকিস্তান। মাঝে ৪, ৫ আর ৬ নম্বর ওভারে চার এসেছে দুটো করে। 

অবস্থা বেগতিক দেখে অধিনায়ক সাকিব আল হাসান নিজেই আসেন আক্রমণে। সে ওভার থেকে পাকিস্তান কোনো বাউন্ডারি মারতে পারেনি। তুলতে পেরেছে ৪ রান। সাকিব পাকিস্তানের চার মারায় লাগাম টানতে পারলেও উইকেট ফেলতে পারেননি। হয়নি পরের দুই ওভারেও তাতে পাকিস্তান দশ ওভার শেষে তুলে ফেলে ৭৩ রান। শেষ দশ ওভারে জয়ের জন্য দলটির চাই আরও ১০১ রান।