কলকাতায় যাওয়ার জন্য প্রস্তুুতি নিচ্ছেন তরুন মডেল তামিম আহমেদ।খুলনা পাসফোর্ট অফিসে আজ মঙ্গলবার(১১অক্টোবর) অনেক লোকের ভিড়ের মধ্যে পুলিশের সহায়তায় পাসফোর্টের পেপার জমা দিতে সফল হয়েছেন তিনি ।
তরুন মডেল তামিম আহমেদ জানান গেলো সম্প্রতি কলকাতার ভারতীয় জনপ্রিয় টেলিভিশন স্টার জলসার "গাঁটছড়া "ধারাবাহিক নাটকের কাজ ফিরিয়ে দিয়েছি । তবে তার পরিচিত কিছু লোকেরা কলকাতার অনেক পন্য এবং ফটোশুটের জন্য কাজের বেপারে কথা বলছেন।
তাই পাসফোর্ট সমস্যার জন্য ভবিষ্যৎতে আর কোনো ভালো কাজের প্রস্তাব ফিরাতে চান না তিনি। তামিম আরো বলেন, বর্তমানে বাংলাদেশের নতুন নতুন ভালো কিছু ব্র্যান্ডের সাথে কাজ করতেছি। আমি আমার মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের একজন সফল মডেল হতে চাই ।
ইতিমধ্যে কিছু সিনেমার প্রস্তাবেও পেয়েছি আমার স্বপ্ন আমি টেলিভিশন ইন্ডাষ্ট্রীর জনপ্রিয় মুখ হতে চাই । ভবিষ্যৎতে ভালো কিছু করবো বলে আমি আশাবাদী।