জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, আগামী সংসদ নির্বাচন হবে কঠিন ও নিরপেক্ষ। জনগণের ভোটে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।
সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামগতির আলেকজান্ডারের একটি রেস্তোরাঁয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
এর আগে দুপুরে আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপ-কমিটির সহ-সম্পাদক এমএ মমিন পাটোয়ারী প্রমুখ।
সূত্র জানায়, সভাপতি পদে সাতজন এবং সাধারণ সম্পাদক পদে ১৭ জন প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
সবশেষ ২০০৩ সালের ৩ অক্টোবর সম্মেলন অনুষ্ঠিত হয়। মেয়াদ শেষ হওয়ার পর ১৬ বছরে ১৩ বার এ শাখার সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। তবে জেলা ও উপজেলা নেতাকর্মীদের মতবিরোধসহ নানা কারণে তা হয়নি।