ঢাকা রবিবার, মার্চ ২৬, ২০২৩

Popular bangla online news portal

বাড়িছাড়া জঙ্গিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব


নিউজ ডেস্ক
৩:১৬ - সোমবার, অক্টোবর ১০, ২০২২
বাড়িছাড়া জঙ্গিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

কুমিল্লাসহ দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়িছাড়া জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৩ জনসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১০ অক্টোবর) দিবাগত রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, জঙ্গি সংগঠনের দাওয়াতী ও অন্যতম অর্থ সরবরাহকারী হাবিবুল্লাহ ও বাড়ি ছেড়ে যাওয়া ৩ জনসহ মোট ৫ জনকে রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল-মঈন।