ঢাকা মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

Popular bangla online news portal

বাসায় চুরির ঘটনায় জড়িত মনির গ্রেপ্তার


নিউজ ডেস্ক
৫:৪৭ - শুক্রবার, অক্টোবর ৭, ২০২২
বাসায় চুরির ঘটনায় জড়িত মনির গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় বাসার গ্রিল কেটে চুরির ঘটনার সঙ্গে জড়িত আসামি মনিরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

শুক্রবার (৭ অক্টোবর) ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ. এম আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ, তেজগাঁও, কলাবাগান ও কেরানীগঞ্জে অর্ধশতাধিক বাসায় গ্রিল কেটে চুরিতে জড়িত আসামি মনিরকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। চারদিন আগে মোহাম্মদপুর থেকে চুরি হওয়া ৭ লাখ ৮৭ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।